ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আজ শুক্রবার বেলা ১১টা থেকে 'ক' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এতে কোনো ধরনের জালিয়াতি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত একমাত্র কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়। যেখানে বিভাগের ১৪ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের ১২ টি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির, উপ উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু, উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাংবাদিকদের বলেন, রাবিতে পরীক্ষা নিয়ে বিগত সময়ে কোনো অভিযোগ ওঠেনি, এবারও উঠবে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। সব মিলিয়ে পরীক্ষা এবং পরীক্ষা পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা করা দরকার আমরা তা করেছি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন