অপ্রীতিকর ঘটনা বা জালিয়াতির কোনো অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা।
শুক্রবার রাজধানী ঢাকা ছাড়াও বিভাগীয় শহরগুলোর সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে, নিয়মানুযায়ী পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে সকাল ১০টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে সব কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। শুক্রবার সকাল আটটা থেকেই নির্ধারিত কেন্দ্রগুলোতে আসতে থাকেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। তাদের পদচারণায় মুখরিত হয় ক্যাম্পাসগুলো।
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ঢাকা বাহিরে রংপুরে ৫টি, খুলনায় ৪টি এবং ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও সিলেটে একটি করে মোট ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এ বছর ‘ক’ ইউনিটে ১,৮১৫টি আসনের জন্য আবেদন করেছে এক লক্ষ ১৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী।
জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা: ঢাবি উপাচার্য
পরীক্ষা শুরুর পর সোয়া ১১টার দিকে কার্জন হলের একটি কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মিহির লাল সাহা, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় তিনি বলেন, স্বাস্থ্যবিধি বজায় রেখে সুন্দর ও সুষ্ঠুৃভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় শহরগুলোর কেন্দ্রগুলোর খোঁজখবরও আমরা নিয়েছি। ওই কেন্দ্রগুলোতেও স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানতে পেরেছি। গুজবের মত বিষয়গুলোতে আইনশৃঙ্খলাবাহিনী, গোয়েন্দা সংস্থাসহ যথাযথ কর্তৃপক্ষ নজর রাখছে। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য মোতাবেক সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে বলবো, কেউ যেন তাদের বিভ্রান্ত না করতে পারে। অবৈধ পন্থায়, ডিজিটাল জালিয়াতি বা যে কোনো অসদুপায় অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়াস নিলে যে কোনো পর্যায়ে চিহ্নিত হলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন