ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষাদের সহযোগিতায় নানা উদ্যোগ নিয়েছে ছাত্র সংগঠনগুলো। এর মধ্যে নজর কেড়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেওয়া উদ্যোগ ‘অ্যাম্বুলেন্স সেবা’। ভর্তি পরীক্ষার প্রথম দিন ১ অক্টোবর থেকে ক্যাম্পাসে আসে অ্যাম্বুলেন্সটি। কোনো শিক্ষার্থী কিংবা অভিভাবক যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাদের তাৎক্ষণিক হাসপাতালে নিতেই এই উদ্যোগ।
ঢাবি ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, করোনা মহামারি ও সামগ্রিক প্রেক্ষাপটে পরীক্ষা চলাকালীন আকস্মিক কেউ অসুস্থ হলে দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছে দিতেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই উদ্যোগ। নির্দিষ্ট নম্বরে (01630643616) কল করলেই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্য যেসব কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানেও এই সেবা পাওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাড়াও ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের হেল্প ডেস্ক দেখা গেছে। প্রয়োজনীয় তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চলাচলের সুবিধার্থে বাইক সার্ভিস, সুপেয় খাবার পানির ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, অভিভাবকদের বিশ্রাম গ্রহণের ব্যবস্থা, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘মেডিকেল ক্যাম্প’ ইত্যাদির আয়োজন করেছে তারা।
বিডি প্রতিদিন/ফারজানা