বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে “বাংলাদেশে পরিসংখ্যান চর্চায় বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন মার্কিন যুক্তরাস্ট্রের বেল স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. রহমতউল্লাহ ইমন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান সাইফ উদ্দিন রাশেদ।
পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মমিনুল হক মন্ডলের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ সংযুক্ত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে মাত্র সাড়ে তিন বছরে যেভাবে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার পিছনে পরিসংখ্যানের ভূমিকা ছিল। বঙ্গবন্ধু সব কিছুই পরিসংখ্যান মাফিক করেছেন এবং তিনিই প্রথম ১৯৭৪ সালে পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেছিলেন। পরিসংখ্যানের মাধ্যমে তথ্যভিত্তিক সমাজ গড়ে তুলতে পারলে সেটা জাতি গঠনে বিরাট ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা অর্জন করতে পারতো। তারই দেখানো পথ ধরে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন