ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বাউবি’র শিক্ষাসেবা সেবা পৌঁছে দিয়ে তাদেরকে শিক্ষার মহাসোপানে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। এ লক্ষে বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের দিকনির্দেশনায় ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে শুক্রবার নেত্রকোণার কলমাকান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষাথীর্, অভিভাবক, স্থানীয় প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষক, শিক্ষিকা, গারো বীর মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন। স্থানীয় শিক্ষিকা কপোতী ঘাগ্রা, অন্তরা রেমা, বিবরী ঘাগ্রা, লাব্রেরিয়ান মেডোরা রিছিল, সমাজ সেবক সাইমন তজু, বীর মুক্তিযোদ্ধা তরুন কান্তি জাম্বিল ও সতিশ সাংমা বাউবি’র শিক্ষা কার্যক্রমের বার্তা ওই অঞ্চলের নৃগোষ্ঠীর মাঝে পৌঁছে দিয়ে বাউবি’র মাধ্যমে নতুন জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার বিকেলে বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো: আবুল কাসেম শিখদার এসব তথ্য জানান।
বাউবি’র ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক, গবেষক, লেখক ও কলামিষ্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন অনুষ্ঠানে বাউবি’র শিক্ষা কার্যক্রম, দূরশিক্ষণ, বাউবি’র মোবাইল অ্যাপস, অন-লাইন সার্ভিস এণ্ড পেমেন্ট সিস্টেম (ড়ংধঢ়ং), ই-বুক, অনলাইন কার্যক্রম, ই-লার্ণিং, দূরশিক্ষণ, অত্যাধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, বাউবি’র ওয়েব টিভি, ওয়েব রেডিও এবং বাউবি’র মাধ্যমে ঝরেপড়া এবং সুযোগ বঞ্চিত জনগোষ্ঠী কিভাবে শিক্ষাগ্রহন করে নিজেদের জীবনকে ঢেলে সাজতে পারেন তা বিস্তারিত আলোকপাত করেন।
উল্লেখ্য, দক্ষ জনশক্তি সৃজনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সারাদেশে শিক্ষা সুবিধা বিস্তরণ করে চলেছে।
বিডি প্রতিদিন/এএম