চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে মো. মাসেদ নামে এক রাজমিস্ত্রীকে আটক করা হয়েছে। মো. মাসেদ বরিশালের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে ছেলেটি। সর্বশেষ সোমবার টিউশনে যাওয়ার পথে উত্ত্যক্ত করলে ছাত্রীর সহপাঠীরা এ এফ রহমান হলের পাশের একটি ভবন থেকে অভিযুক্তকে আটক করেন।
সোমবার অভিযুক্তকে আটক করে বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধরে পুলিশ বক্সে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করেছি। মাসেদ উত্ত্যক্ত করার বিষয়টা স্বীকার করেছে। সে বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনও ভবনে কাজ করতে পারবে না বলে মুচলেকা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজমিস্ত্রীর কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম