১৭ অক্টোবর, ২০২১ ১৫:০৫

পূজামণ্ডপে হামলা: রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের নিন্দা

রাবি প্রতিনিধি

পূজামণ্ডপে হামলা: রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের নিন্দা

সম্প্রতি কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা, দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা নিন্দনীয়। 

এ ঘটনার সাথে জড়িত ষড়যন্ত্রকারীসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপে হামলাকারীদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর