১৭ অক্টোবর, ২০২১ ১৭:০৩

গুচ্ছ পদ্ধতিতে বেরাবিতে পরীক্ষা দিলেন সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গুচ্ছ পদ্ধতিতে বেরাবিতে পরীক্ষা দিলেন সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষার্থীর

রংপুরে গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে রংপুর বিভাগের ৩ হাজার ৬’শ জন পরীক্ষার্থী বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ ইউনিটের পরীক্ষায় অংশ নেন।

সারাদেশে ২৮টি কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ২৪ অক্টোবর দ্বিতীয় ও ১ নভেম্বর শেষ গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

বেরোবি’র জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। প্রথম দিনের পরীক্ষা কোনো বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর