১৮ অক্টোবর, ২০২১ ১৯:১১

হাবিপ্রবিতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

হাবিপ্রবিতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে স্থাপিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।

এরপর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সামনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরবর্তী সময়ে শেখ রাসেল হলের সামনে বৃক্ষরোপণ করেন তিনি। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।

এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এবং সভাপতিত্ব করেন চিফ মেডিকেল অফিসার ডা. মো. নজরুল ইসলাম।

কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় ভিআইপি কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘আলোকচিত্রে শহীদ শেখ রাসেল’ শীর্ষক ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর