১৯ অক্টোবর, ২০২১ ২২:৩৮

ঢাবির সুফিয়া কামাল হলে আগুন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবির সুফিয়া কামাল হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। কাপড় ইস্ত্রি করার আয়রন থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টায় ১০ মিনিটের দিকে হলের প্রদিপ্ত বিল্ডিংয়ের আট তলার ৮০৬ নং কক্ষে আগুন লাগে। এ থেকে প্রচন্ড ধোঁয়া তৈরি হয়। আশেপাশের কক্ষের শিক্ষার্থীরা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে এবং হল প্রশাসনকে জানায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, 
কক্ষটিতে সোমবার রাতে একজন শিক্ষার্থী ছিলেন। তিনি মঙ্গলবার সকালে হল থেকে চলে যাওয়ার সময় আয়রন অন রেখেই চলে যান। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

আগুন লাগার ২০ মিনিট পর ফায়ার সার্ভিস এসে সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। 
সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষক ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহসীনা আকতার খানম (লীনা তাপসী খান) বাংলাদেশ প্রতিদিনকে জানান, ওই কক্ষটি তালা দেওয়া ছিলো। তোষকে আগুন লাগায় অনেক ধোঁয়া তৈরি হয়েছিলো। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কেউ হতাহত হয়নি। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর