২১ জানুয়ারি, ২০২২ ১৭:৪০

অনশন ভাঙেননি কেউ, ১১ শিক্ষার্থী হাসপাতালে

শাবিপ্রবি প্রতিনিধি

অনশন ভাঙেননি কেউ, ১১ শিক্ষার্থী হাসপাতালে

সংগৃহীত ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে বসা আমরণ অনশন ৪৮ ঘণ্টা পরও ভাঙেননি কেউ। অনশনে বসা ২৪ শিক্ষার্থীর মধ্যে শুক্রবার দুপুর পর্যন্ত ১১ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ১২ শিক্ষার্থীকে অনশনস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা। জানা যায়, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে একজন এবং মাউন্ট এডোরা হাসপাতালে একজন ভর্তি রয়েছেন। 

মেডিকেল টিমের সদস্য মো. নাজমুল হাসান বলেন, এখানে অনশনরত শিক্ষার্থীদের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। অনেক শিক্ষার্থীর অবস্থা গুরুতর। তবে এ সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছি। ৪৮ ঘণ্টারও বেশি সময় কিছু খায়নি তারা। সবাই পানি স্বল্পতায় ভুগছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর