আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুনরায় শুরু হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে অনলাইনে তা পরিচালনার কথা জানানো হয়েছিল। পরে ওই সময়সীমা বর্ধিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, (সশরীরে শিক্ষা কার্যক্রমে ফেরার পর) পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। অফিসসমূহও আগামী ২২ ফেব্রুয়ারি থেকে যথারীতি খোলা থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন