লক্ষ্মীপুর সরকারি কলেজের বঙ্গবন্ধু কর্ণারে মুক্তিযুদ্ধের ইতিহাস, কারাগারে রোজ নামচা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও হাসু থেকে শেখ হাসিনাসহ বিভিন্ন ধরণের বই উপহার দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কলেজ অধ্যক্ষ মাহবুবুল করিমের কাছে এসব বই হস্তান্তর করা হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর এ বই হস্তান্তর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ বিপ্লব কুমার সাহা, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল।
বিডি প্রতিদিন/নাজমুল