সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টার ২০২২-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ১৪ মার্চ অনলাইনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ঔপন্যাসিক ও নাট্টকার আনিসুল হক।
বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা অনলাইনে উপস্থিত ছিলেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সামার সেমিস্টার ২০২২ এ টিউশন ফি'তে ১৫% ও ভর্তি ফি'তে ৫০% স্কলারশিপে ভর্তির অনুমোদন দেন। এছাড়াও তিনি ১১টি ভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ১০০% স্কলারশিপে সাউথইস্টে ভর্তির সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/হিমেল