দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অত্যাধুনিক জিনোম সিকোয়েন্স ল্যাব উদ্বোধন করা হয়েছে। এই ল্যাবের মাধ্যমে মানুষ, প্রাণী কিংবা উদ্ভিদের যেকোনো ধরনের রোগের কারণ ও জীবন রহস্য উন্মোচন করা যাবে এবং সেই মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা প্রদান করা যাবে। খাদ্যে যেমন আর্সেনিক, মেলামাইনসহ হেভি মেটালের উপস্থিতি নির্ণয় করা যাবে। একইসাথে খাদ্যে পুষ্টি উপাদান নির্ণয় করা সম্ভব হবে।
রবিবার রাতে হাবিপ্রবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উত্তরবঙ্গের এই অত্যাধুনিক কেন্দ্রীয় গবেষণা ল্যাবের উদ্বোধন করেন।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুধুমাত্র পুথিগত বিদ্যা নয়, সবক্ষেত্রেই দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ্য করে বলেন, শুধু শিক্ষা নয় সততা, সৎ কর্ম ও সৎ যোগ্যতা নিয়ে মানুষ হতে হবে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আশার পর শিক্ষা, বিদ্যুৎ ও রাস্তাঘাটসহ নানামুখী উন্নয়ন হয়েছে। তলাবিহীন বাংলাদেশ থেকে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। বিশ্বের দরবারে আজ বাংলাদেশ শিক্ষিত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
পরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জোতির্ময় বঙ্গবন্ধু স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি।
হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মশিউর রহমান, হাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ প্রমুখ। সঞ্চালনে ছিলেন হাবিপ্রবির প্রফেসর নুর এ নাজমুন নাহার ও সহকারী অধ্যাপক সাইফুদ্দিন দরুদ।
বিডি প্রতিদিন/এমআই