চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকবৃন্দ। ৮ অনুষদে এবারে প্রার্থী ২৪ জন।
সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষদিন পর্যন্ত প্রধান রিটার্নিং অফিসারের কাছে তিন দলের মনোনীত ১৬ প্রার্থী ও বিদ্রোহী ৮ প্রার্থী এসব মনোনয়ন পত্র জমা দেন। তবে ২০ মার্চের পরে চূড়ান্ত তালিকা জানানো হবে।
নির্বাচনে অংশ নেয়া তিনটি দল হলো-আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দল, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমর্থিত সাদা দল ও বিএনপিপন্থী একাংশ শিক্ষক সমর্থিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীরা সবাই আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দলের।
আগামী ৩০ মার্চ সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকতা এস এম মনিরুল হাসান বলেন, ডিন নির্বাচনে আটটি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে ২০ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। তাই চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন