বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘পাঠ্যক্রম উন্নয়ন’ ও ‘পাঠ্যক্রম পর্যালোচনা’ বিষয়ের উপর এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিনের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সাবেক পরিচালক ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন’র অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান।
বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ও প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান।
২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪২ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করছেন। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে দুপুর ১২টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে ‘পদ্মা সেতু : দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনার সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত।
বিডি প্রতিদিন/আবু জাফর