ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজের বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ থেকে ২৩ মার্চ সকাল ৮ টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।
২১ মার্চ সোমবার সকাল ১১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করেন প্রফেসর ড. মো. সামছুল হক এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
২৩ মার্চ বুধবার প্রতিষ্ঠানের বার্ষিক একাডেমিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল জব্বার খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মো. মিজানুর রহমান। গভর্নিং বডির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্যামল কুমার রায় ও সহকারী প্রধান শিক্ষক মো. আবুবকর সিদ্দিকীসহ সকল শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল