আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এ.আই.ইউ.বি)-র উদ্যোগে ৫ দিনব্যাপী প্রিমিয়ার লীগ (এ.পি.এল) টি-টেন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ২৩শে মার্চ দুপুর ১২টায় এআইইউবি-এর মাঠে শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ড. কারমেন জিটা লামাগনা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিবিএ, মার্স্টাস, ইইই, কম্পিউটার সাইন্স, আর্টস এন্ড সোস্যাল সাইন্সসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে এবং শিক্ষক ও কর্মকতাদের সমন্বয়ে সর্বমোট ২০টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর এডুকেশন পার্টনার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং জাতীয় পর্যায়ে প্রায় ৩৭জন ক্রিকেটার এআইইউবি এর বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছে। এদের মধ্যে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, লিটন দাস, আফিফ হোসেন, আকবর আলী, সাব্বির রহমান উল্লেখযোগ্য।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ৫ দিন ব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আগামী ২৯ই এপ্রিল এআইইউবি-এর মাঠে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল