বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের মাঝে ১০০ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে কুষ্টিয়া গ্রীণ আর্কিটেক ও গ্রীণ চাইল্ডের উদ্যোগে এসব বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া গ্রীণ আর্কিটেকের পরিচালক তোফায়েল আহম্মেদ সাকিব, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া ও শিপ্লুসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১০০ শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বই তুলে দেওয়া হয়। এছাড়া তাদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এ সময় ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী বৃহত্তর পরিসরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তোফায়েল আহম্মেদ সাকিব ও আলিমুজ্জামান টুটুল।
বিডি প্রতিদিন/এমআই