ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে শিহাব নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সোমবার দুপুরে মাঠে নামে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। খেলার মাঠে স্লেজিং কে কেন্দ্র করে ল্যান্ড ম্যানেজমেন্টের ব্যাটিং বিজন কৃষ্ণ রায় এবং বায়োটেকের উইকেট কিপার শিহাবের মধ্যে বাক বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এ সময় বায়োটেকের এক শিক্ষককে হেনস্থা করা হয়। পরে প্রক্টরিয়াল বডি এবং বিভাগ দুটির শিক্ষকদের সহায়তায় বিষয়টি মীমাংসা করে পুনরায় খেলা শুরু হয়।
খেলা শেষ হলে বায়োটেনলোজি বিভাগের ২০১৯-২০ সেশনের মামুন শিহাবকে আলাদাভাবে কথা বলার জন্য বঙ্গবন্ধু পুকুর পাড়ে ডাকেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মামুন। সেখানে গেলে মামুনসহ তার সঙ্গে থাকা বন্ধু মিলে তাকে মারধর করে। এতে রক্তাক্ত হয় শিহাব। এরপর তাকে চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।
আহত শিক্ষার্থী শিহাব জানান, ‘আমাকে আলাদা কথা বলার জন্য বঙ্গবন্ধু হলের পুকুর পাড়ে নিয়ে যায়। এ সময় সোহাগ ভাই আামাদের কোলাকুলি করিয়ে সমাঝোতা করিয়ে দেয়। মামুন আমার সঙ্গে আলাদাভাবে কথা বলার জন্য পাশে গেলে আমাকে মারধর করে। পরে আমাকে মেডিকেলে নিয়ে যায়।’
অভিযুক্ত শিক্ষার্থী মামুন জানান, আমি বিষয়টি সমাধানের জন্য তার সাথে আলাদাভাবে কথা বলতে যাই। এসময় আমাদের ভেতর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।’
এ ঘটনার বিচার দাবিতে গতকাল সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় বিভাগটির শিক্ষার্থীরা। এ সময় লিখিত অভিযোগও দেয় বিভাগটি। পরে আজ মঙ্গলবার বেলা ১২ টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।
এরপর রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. আলামগীর হোসেন ভুঁইয়াসহ প্রক্টররা আহত শিক্ষার্থীদের দেখতে চিকিৎসা কেন্দ্রে যান। এ সময় বিষয়টির সত্যতা যাচাই করে বিচারের আশ্বাস দেন।
উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ‘বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্র। এ ধরনের ঘটনা সংঘটিত হওয়া দুঃখজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এরকম সিদ্ধান্ত নেয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ