২ জুলাই, ২০২২ ২২:৩৯

মাইন্ডস্পার্ক প্রতিযোগিতার দুটি বিভাগে চ্যাম্পিয়ন এবং রার্নাস আপ এআইইউবি

প্রেস বিজ্ঞপ্তি

মাইন্ডস্পার্ক প্রতিযোগিতার দুটি বিভাগে চ্যাম্পিয়ন এবং রার্নাস আপ এআইইউবি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এআইইউবি ফিউরিয়াস টিম মাইন্ডস্পার্ক ২০২২ প্রতিযোগিতায় রোবো সকার এবং রোবো রেস বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

ইইই বিভাগের আরেকটি দল এআইইউবি ফিউরিয়াস ২.০ রোবো সকার এবং রোবো রেস বিভাগে রার্নাস আপ হয়েছে। 

সম্প্রতি আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাব (এইউএসটি আইডিসি) এই প্রতিযোগিতার আয়োজন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে মোট ৬৩টি দল রোবো সকার এবং ৩৪ টি দল রোবো রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
 
রোবো সকার এবং রোবো রেস বিভাগের অংশগ্রহনকারী এআইইউবি ফিউরিয়াস দলের সদস্যরা হলেন মো. মমিনুল ইসলাম এবং কানিজ মহোসিনা তাবাসসুম। রোবো সকার এবং রোবো রেস বিভাগের অংশগ্রহনকারী ফিউরিয়াস ২.০ দলের সদস্যরা হলেন রামিন মেহরান, দীপ ঘোষ, তনয় বনিক এবং মো. ইসমাইল হোসেন। 

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রার্নাস আপ শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর