ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল মঙ্গলবার (৫ জুলাই)। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে 'ক' ইউনিটের ফলাফল প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল দুপুর ১টায় 'ঘ' ইউনিটের ফল প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GHA
বিডি প্রতিদিন/হিমেল