দীর্ঘ ১৬ দিন ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। তবে একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম রবিবার থেকে শুরু হবে এবং ১৯ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম শুরু করবে বিভাগগুলো।
এদিকে হল সূত্রে জানা যায়, শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। ঈদের ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা নির্বিঘ্নে হলগুলোতে আসতে শুরু করেছে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ৩ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম এবং ১৬ জুলাই পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া ৪ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/কালাম