২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী আগস্টে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। এদিন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এদিকে, সরকারি সাত কলেজে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া ১৫ জুলাই থেকে শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে বলে ঢাবি প্রশাসন থেকে জানানো হয়।
বিডি-প্রতিদিন/শফিক