আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ'র (এআইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মো. মমিনুল ইসলাম এবং কানিজ মহোসিনা তাবাসসুম রোবোট্রনিক্স ২.০-এর রোবো রেসলিং চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ গত ২৯-৩০ জুন রোবোট্রনিক্স ২.০ আয়োজন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে রোবোট্রনিক্সের এই পর্বে রোবট সম্পর্কিত রোবো রেসলিং, মাড রোভার, স্পিড ব্যাটেল, পোস্টার উপস্থাপনা, প্রোজেক্ট শোকেসিংসহ আরও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কর্মদক্ষতা বিকাশে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এআইইউবি'র ইইই বিভাগের শিক্ষার্থীরা তাদের রোবট দিয়ে রোবো রেসলিং বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ