ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার সকাল ১১টায় প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। উল্লেখ্য, চারুকলা অনুষদভূক্ত ‘চ’ ইউনিটে মোট ১৩০ আসন রয়েছে। এর অধীনে মোট আটটি বিভাগে ভর্তি হওয়া যাবে।
বিভাগগুলো হলো অঙ্কন ও চিত্রায়ন (২৫টি আসন), গ্রাফিক ডিজাইন (২৫), প্রিন্ট মেকিং (১২), প্রাচ্যকলা (১৫), মৃৎশিল্প (১০), ভাষ্কর্য(১০), কারুশিল্প(১৫) এবং শিল্পকলার ইতিহাস (১৮)।
সাধারণ জ্ঞান ও অংকন, দুই ধাপে চারুকলার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৭ জুন ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০ নম্বরের এমসিকিউ প্রশ্নের ওই পরীক্ষার জন্য সময় বরাদ্দ ছিলো ত্রিশ মিনিট। এতে সাত হাজার ৪৪১জন ভর্তিচ্ছু অংশ নেয়। গত ২৩ জুন ‘সাধারণ জ্ঞান’ অংশের ফল প্রকাশিত হয়। ওই ফলে দ্বিতীয় ধাপের অঙ্কন পরীক্ষার জন্য ১৫০২ জন শিক্ষার্থী নির্বাচিত হন। অংকন পরীক্ষা গত ২ জুলাই অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল