দেশীয় অস্ত্রসহ আটক হওয়া আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দীকি কাব্যকে বহিষ্কার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বুধবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকবৃন্দের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র রেজওয়ান সিদ্দিক কাব্যকে দেশীয় অস্ত্রসহ ইবি থানা পুলিশ গ্রেফতার করেন। প্রক্টরের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক রেজওয়ান সিদ্দিককে (কাব্য) সাময়িক বহিষ্কার করা হলো।
এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলামকে আহ্বায়ক, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামানকে সদস্য এবং একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দী খানকে সদস্য সচিব করা হয়েছে।
এর আগে গত সোমবার রাত ১১ টার দিকে মহাসড়ক থেকে ট্রাকের চাবিসহ ড্রাইভারের কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয়। এতে কাব্য ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে মারার জন্য সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দেশীয় অস্ত্র (রামদা) নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে থাকেন। পরে অস্ত্রসহ সাংবাদিকদের মারতে টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে আসে কাব্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরাও আসেন। পরে ইবি থানার পুলিশকে জানালে রাত সাড়ে ৮ টার দিকে অস্ত্রসহ তাকে আটক করে।
ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করার অনুমতি দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী মামলা দিয়ে তাকে কোর্টে পাঠানো হয়েছে।’
বিডি প্রতিদিন/নাজমুল