চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কাঙ্ক্ষিত পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি জানান তাঁরা। মূলত এক ছাত্রীকে শারীরিক হেনস্তা এবং মোবাইল ও টাকাপয়সা ছিনতাইয়ের একটি ঘটনার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেছেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘গত রোববার হলের পাশে নিপীড়নের ঘটনা ঘটেছে তা ন্যাক্কারজনক৷ শিগগির এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে হবে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। পাশাপাশি ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, ‘আমি দূর থেকে এসেছি, তাই নিজেকে অভিভাবকহীন অনুভব করি। প্রসাশন এখানে আমাদের সহযোগিতা করবে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটাই আমি প্রত্যাশা করি।’
শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা যখন কোনো আন্দোলনের ডাক দেই তখন আমরা সবার সহযোগিতা পাই না। আমাদের অসচেতনার কারণে এসকল কর্মকাণ্ড বরাবর বেড়েই চলেছে। ক্যাম্পাসে আমাদের ছোটবোনেরা হেনস্তার শিকার হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল অনিয়ম নিরসন করতে আমাদের এগিয়ে আসতে হবে। এসবের বিচার নিশ্চিত করতে হবে।’
এসময় তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন লিঙ্গ বৈষম্য চর্চা করছেন। তারা ছাত্র আর ছাত্রীদের জন্য আলাদা নিয়ম করেছেন। ছাত্রীদের ১০টার মধ্যে হলে থাকতে হবে নির্দেশ দিয়েছেন। অথচ ছাত্রদের বেলায় এ নিয়ম নেই।
প্রসঙ্গত, গত রবিবার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় কয়েকজন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সাথে থাকা তার বন্ধু বাধা দিলে তাকেসহ ওই ছাত্রীকে মারধর করেন। এসময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
বিডি প্রতিদিন/নাজমুল