চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রীদের আবাসিক হলে রাত ১০টার পর প্রবেশের নিষেধাজ্ঞার প্রতিবাদ এবং ক্যাম্পাসের সর্বত্র শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্রীরা। বুধবার দিবাগত ১২ টার পরও শতাধিক ছাত্রী আন্দোলন অব্যাহত রেখেছেন।
রাত সাড়ে ১০টা থেকে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
এসময় তারা রাত ১০টার পরে হলে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানান। ছাত্রীদের বক্তব্য হচ্ছে, তাদের উত্ত্যক্ত ও হেনস্তা করছে ছেলেরা। সুতরাং ব্যবস্থা নিতে হলে ছেলেদের হলেও ১০টায় প্রবেশের নিয়ম চালু করতে হবে।
এ ছাড়া তারা, ক্যাম্পাসের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনকে হুঁশিয়ারি জানান।
ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিজা দাস বলেন, ‘একজন ছাত্রী যদি রাতের শাটল মিস করে তাহলে তার হলে ফিরতে হয় বাসে করে। ক্যাম্পাসে আসতে আসতে সাড়ে ১১টা বাজতেই পারে। এসময় সে হলে প্রবেশ করতে না পারলে কি বাইরে থাকবে?’
তিনি আরও বলেন, ‘আমরা এর স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আজকে এখানে অবস্থান করব। আজকের সমস্যা তাই আজকেই এর সমাধান হতে হবে।’
রাত সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রক্টরিয়াল বডি তাদের মৌখিক আশ্বাস দেন আন্দোলন থামানোর জন্য। কিন্তু ছাত্রীরা তাদরে অবস্থান থেকে তখনও সরেননি।
এর আগে গত রবিবার রাতে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে হেনস্তার শিকারের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ৪টি হলে রাত ১০টার মধ্যে প্রবেশের নির্দেশনা দেয় প্রশাসন।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ