ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়েলোজি এলামনাই এসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা গত শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় ড. মুহাম্মদ গোলাম মোর্শেদ সভাপতির প্রতিবেদন, সহ-সভাপতি ড. সুবর্ণা খান সংবিধান সংশোধন প্রস্তাব, ড. লুকমান সরকার সাধারণ সম্পাদকের রিপোর্ট এবং ড. মীর তাইফুর আলম কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করেন। সভায় রিপোর্টগুলো অনুমোদিত হয়।
এছাড়াও ওয়ার্ক স্ট্রিম সদস্যরা যথাক্রমে ড. শারমিনা ডেলোয়ার মিডিয়া ও প্রচার, ড. মুসাব্বির খান যোগাযোগ ও আউটরিচ, ড. শাহজাদা খান পেশাগত উন্নয়ন, ড. খায়রুল এ সিদ্দিকী সাংগঠনিক উন্নয়ন, মোঃ দ্বীন ইসলাম স্টুডেন্টস এনগেজমেন্ট এবং ইফতেখার রফিকুল্লাহ বুদ্ধিবৃত্তিক অগ্রগতি ও বিজ্ঞান নীতি বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভার দ্বিতীয় ধাপে অধ্যাপক ড. আশফাক হোসেনকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে এবং উপদেষ্টা কমিটির ১৫ সদস্য অধ্যাপক ড. কেএমএস আজিজ, মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ এএসএম মতিউর রহমান, ড. ফিরদৌসী কাদরী, ডাঃ শামিউল ইসলাম, ড. আক্তার মোল্লা, ড. এ কে আজাদ, অধ্যাপক ড. সেলিনা পারভীন, অধ্যাপক ড. আফসার আলী, অধ্যাপক ড. মাহফুজ সরকার, ড. সামিরা সাঈদ, ড. মুস্তাফিজুর রহমান, ড. সাঈদ মুনিরুজ্জামান, ড. আবু বকর সিদ্দিকী, ড. হাসান জাকি এবং ড. বিভূতি রায়কে স্বাগত জানানো হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ