রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে মেসে অবস্থানরত প্রত্যেক বর্ডার শুধুমাত্র একজন পরীক্ষার্থীকে একদম ফ্রি রাখতে পারবে। তবে কেউ একজনের বেশি পরীক্ষার্থী রাখতে চাইলে মেসের ধরণ অনুযায়ী দিন প্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত গুণতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।
বুধবার (২০ জুলাই) রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান এবং সাধারণ সম্পাদক এ.এস.এম ওমর শরিফ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
মেস মালিক সমিতির সভাপতি বিজ্ঞপ্তিটি 'রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার' নামে ফেসবুক গ্রুপে শেয়ার করার পরে ক্ষোভ জানিয়েছে রাবি শিক্ষার্থীরা।
ওই পোস্টের কমেন্টে স্নিগ্ধা মনি মীম নামে এক শিক্ষার্থী লিখেছেন 'আমার রুমে আমার গেস্ট থাকবে। আমি কষ্ট করে ফ্লোরে থাকবো, বাথরুম আমার নোংরা হবে, বাথরুম পরিস্কার করতে আমার টাকা যাবে, কারেন্ট বিল আমার বেশি আসবে, ক্লোজ কোনো গেস্ট আসলে খাওয়াতেও আমাকেই হবে আর টাকা নেবে মেস মালিক!'
দিপ্ত রায় আকাশ নামে এক শিক্ষার্থী লিখেছেন, 'রাজশাহীর মেস মালিকগুলোর মতো ছোটলোক এই দুনিয়ায় আর নাই।যেখানে এডমিশন এর সময় অন্যান্য শহরে যথাসম্ভব হেল্প করা হয় সেইজায়গায় এই ছোটলোকগুলো বাড়তি টাকা দাবি করে।'
আব্দুর রাকিব নামে এক শিক্ষার্থী লিখেছেন, 'মেজাজ খারাপ হয়ে গেল এটা দেখে। আরো মেজাজ খারাপ হলো, আমাদের ভিসি, প্রভিসি ও মেয়র এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে দেখে।'
মেস মালিক সমিতির নোটিশে গণপরিবহন মালিকদের বেশি ভাড়া না নেওয়ার অনুরোধের প্রেক্ষিতে মো. নাহিদ রসুল নামে এক শিক্ষার্থী লিখেছেন, 'রিকশা ওয়ালা, অটো ওয়ালাদের বলা হচ্ছে আপনারা বেশি ভাড়া নিয়েন না। কিন্তু মেসে একজনের বেশি থাকলে মেস ভেদে জন প্রতি ২০০-৫০০ টাকা দিতে হবে। বিষয়টা এমন, আমি ডাকাতি করছি; আপনাদের না করার অনুরোধ রইলো!'
মেস মালিক সমিতির বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার্থীকে মেসে ওঠার সময় মেস মালিককে অবশ্যই তার পরিচয় পত্র বা ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি জমা দিতে হবে। রাতে অবস্থানের জন্য প্রয়োজনীয় জিনিস পত্র সাথে নিয়ে আসতে হবে। মেসের টয়লেট, ডাইনিং রুম, বেলকোনি ব্যবহারের পর নোংরা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সার্বিক সহযোগিতার জন্য, মেস মালিকদের পক্ষ থেকে ক্যাম্পাসের মধ্যে একটি বুথ থাকবে, সেখানে তথ্য, মাস্ক এবং কলমসহ ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় জিনিস পত্র ফ্রি পাওয়া যাবে।
এছাড়া, রাজশাহীর সকল গণপরিবহণকে পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত ভাড়া না দাবি করার জন্য মেস মালিকগণ অনুরোধ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আর মেসে অবস্থান করা কোনো পরীক্ষার্থীর সঙ্গে কোনো মেস মালিক বাজে আচরণ করলে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির ফোন নম্বরে বা স্থানীয় থানা পুলিশের ফোন নম্বরে যোগাযোগের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন