মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যলয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর দেড়টায় মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে এ মিছিল বের করেন তারা।
ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে মিলিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী আরাফাতের কর্মীরা এই মিছিলের আয়োজন করে। এসময় ‘মাদকের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’-এমন বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তারা।
এ সময় ছাত্রলীগ নেতা বিপুল হোসাইন খান, মুন্সী কামরুল ইসলাম অনিক, ইশতিয়াক শাওন, তুষার, রানা, সাব্বিরসহ প্রায় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই