রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হচ্ছে না আজ। ফলাফল প্রকাশিত হবে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায়।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, আজ ১১টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফলাফল পুনঃপরীক্ষা করা হবে, যাতে করে ভুল ফলাফলের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য, ‘সি’ ইউনিটের ফলাফল আজ প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। তবে, আগামীকাল দুপুর ১২টায় ফলাফল প্রকাশিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলো ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। চার শিফটের এই পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৮৮ শতাংশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ