জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস এবং একদিন বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ে শতকরা বিশভাগ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার অনলাইনে এবং অন্য চারদিন সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে। পরবর্তী কার্য সপ্তাহের বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে পরিবহন বৃহস্পতিবার পুরোপুরি বন্ধ থাকবে এবং অন্যান্য দিনেও কিছু পরিবহন সেবা কিছুটা হ্রাস করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডি প্রতিদিন/এএম