শিরোনাম
১৪ আগস্ট, ২০২২ ১৪:৩৪

ভাঙ্গায় কলেজ শিক্ষকের বিদায় অনুষ্ঠান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় কলেজ শিক্ষকের বিদায় অনুষ্ঠান

১৯৯৭ সালে ফরিদপুরে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। ওই বছরই সেখানে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন মো. কামরুল ইসলাম মোল্লা। আজ রবিবার (১৪ আগস্ট) ছিল তথ্য ও যোগাযোগ বিষয়ের শিক্ষক মো. কামরুল ইসলাম মোল্লার কর্মজীবনের শেষ দিন। তার বিদায় উপলক্ষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টার দিকে এ বিদায় অনুষ্ঠান শুরু হয়। শিক্ষক ও শিক্ষার্থী জানান, আদর্শ শিক্ষক ছিলেন কামরুল ইসলাম মোল্লা। দায়িত্বশীলতার সাথে তিনি পাঠদান করেছেন। সকলেই বিদায়ী শিক্ষকের সুস্থতা কামনা করেন।

কলেজ অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের শিক্ষক বিকাশ চন্দ্র দাস।

বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য জাকির মুন্সী, ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক আব্দুর রহমান, হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক সফিউদ্দিন মোল্লা, ইসলাম ইতিহাস বিষয়ের শিক্ষক মিয়া মো. এনায়েত হোসেন, দর্শন বিষয়ের শিক্ষক চিত্ত রঞ্জন বিশ্বাস, বাংলা বিষয়ের অজয় দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ের মওলাদাদ হোসেন, মার্কেটিং বিভাগের মাহবুবর রহমান প্রমুখ। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর