১৪ আগস্ট, ২০২২ ২০:০৫

জাতীয় শোক দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা

ইবি প্রতিনিধি

জাতীয় শোক দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বেলা ৪ টায়  হল কর্তৃপক্ষের উদ্যোগে হলের টিভি রুমে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ‘বঙ্গবন্ধুু শুধু একজন মানুষ নয়, একটি প্রতিষ্ঠান। তিনি নারীদের সম্মান দেখিয়েছেন সেটি অসমাপ্ত আত্মজীবনী বইয়ে ফুটে উঠেছে। বঙ্গবন্ধু সম্পর্কে বেশি বেশি গবেষণা ও পড়াশোনা করতে হবে। তোমাদের এখনই জ্ঞান অর্জনের সময়। যেটি তোমাদের সাংসারিক জীবনেও কাজে লাগবে।’

উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘বঙ্গবন্ধুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মাণের স্বপ্নকে তারা থামাতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই আলোয় আলোকিত হয়ে আগামীতে রাষ্ট্রের হাল ধরতে হবে।’

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর