১৪ আগস্ট, ২০২২ ২২:২৫

বাউবি'র শিক্ষার্থীদের সনদ বিতরণ

গাজীপুর প্রতিনিধি:

বাউবি'র শিক্ষার্থীদের সনদ বিতরণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি (নিশ-২) প্রোগ্রামের দক্ষিণ কোরিয়ার প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সনদ বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান রবিবার গাজীপুরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন। 

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব ও নিশ-২ প্রোগ্রামের সমন্বয়কারী মকিমা বেগম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. রেজোয়ান হোসেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালকগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং-এর যুগ্ম-পরিচালক সঙ্গীতা মোরশেদ। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর