জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট।
রবিবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানার অর্ধ-শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এর আগে, তাদের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করা হয়। এরপর বঙ্গবন্ধুসহ সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরিন, মো. শহিদুল ইসলাম, এম এম নাজিমুজ্জামান, সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দিন, মো. রবিউল ইসলাম, মো. কামাল উদ্দীন ও শারমিন সুলতানা প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই