১৬ আগস্ট, ২০২২ ১৪:৩২

বাউয়েট ক্যাম্পাসে শোক দিবস পালন

অনলাইন ডেস্ক

বাউয়েট ক্যাম্পাসে শোক দিবস পালন

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।

প্রধান অতিথি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আজ একটি অভিন্ন সত্ত্বায় পরিণত হয়েছে। তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ ও নীতি বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের অধিকার আদায়ে ও শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে গণজাগরণে সব সময় অনুপ্রেরণ জোগাবে।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), ইসিই এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন, এবং ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম, সিইই অনুষদের ডিন ও সিই বিভাগের প্রধান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর