জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্র সমাবেশ করেছে ‘নিরাপদ সড়ক চাই’ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। বুধবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা কোনো অসুখ নয়, এটি মানুষ সৃষ্ট একটি সমস্যা। সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর প্রায় ৪২ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। স্বাধীনতার ৫২ বছরেও যদি আমরা সড়কে শৃঙ্খলা আনতে না পারি, তবে আমরা সভ্য জাতি হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পাব না।
সমাবেশে অংশ নিয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই অনেকগুলো চ্যালেঞ্জ সফলতার সঙ্গে মোকাবিলা করেছে, নিরাপদ সড়ক নিশ্চিতের চ্যালেঞ্জও মোকাবিলা করবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। শিক্ষার্থীরা ২০১৮ সালেও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে এবং সরকার সড়ক আইন ২০১৮ পাস করেছে। এ আইনের সব দিক যেন বাস্তবায়ন করা হয়, আমরা সে দাবি জানাচ্ছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ