আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ক্যাম্পাসে কিং সেজং ইনস্টিটিউট ঢাকা ১ এর উদ্বোধনী ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ান দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি টিম এবং কিং সেজং ইনস্টিটিউট এর প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এআইইউবি-এর ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা। কোরিয়ান দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি উইং-এর প্রধান জনাব ইয়ংমিন সিও তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কোরিয়ান স্কলারশিপ সংশ্লিষ্ট বিভিন্ন প্রোগ্রামের আওতায় গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ (জিকেএস) অর্জন করার সুযোগ রয়েছে এবং সেইসাথে কোরিয়ান ভাষা এবং সংস্কৃতি শিখে কোরিয়াতে কর্মসংস্থানের মাধ্যেমে ক্যারিয়ার গড়ার সুযোগ লাভ করতে পারবেন। তিনি জিকজির ছবি সম্বলিত বিশ্বের প্রাচীনতম ধাতব মুদ্রিত বই এবং ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে নিবন্ধিত সার্টিফিকেটটি এআইইউবি কর্তৃপক্ষের কাছে প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের কোরিয়ান ভাষা ও সংস্কৃতি শেখার অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে, এআইইউবি শিক্ষার্থীরা কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক, খাবার এবং বিনোদনমূলক কোরিয়ান খেলায় অংশগ্রহন কোরিয়ান সংস্কৃতি জানা ও শেখার সুযোগ পায়। অনুষ্ঠানে কোরিয়ান দূতাবাসের প্রতিনিধিগণ, এআইইউবি এর শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম