ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়। ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ কমিটির অনুমোদন দেন।
এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি তানভীর সিকদারকে সভাপতি ও মিশাত সরকারকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ১৬১ সদস্যের কমিটিতে সহ-সভাপতি ৩৭ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সম্পাদক ৩০ জন, উপ-সম্পাদক ৩৪ জন, সহ-সম্পাদক ২০ জন এবং সদস্য রয়েছেন ১৬ জন। কমিটিতে ১নং সহ-সভাপতি হয়েছেন আহসান উল্লাহ, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সারোয়ার হোসেন, ১নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুস সাকিব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ