নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইন্সটিটিউটের পরিচালকরা, বিভাগীয় চেয়ারম্যান ও নির্বাচিত কর্মকর্তাদের নিয়ে ‘Training on E-Governance and Innovation’ শীর্ষক প্রশিক্ষণ কের্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
ট্রেনিং প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। প্রশিক্ষণ কোর্সের সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আরিফুর রহমান।
বিডি প্রতিদিন/এমআই