বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ভাবনা, বর্তমান প্রাসঙ্গিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান সুরাইয়া আক্তারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী।
ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সেমিনারে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধারা আছে। এগুলো থেকে উত্তরণের একমাত্র পথ একমুখী শিক্ষাব্যবস্থা। এই একমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তরুণ প্রজন্ম একদিকে যেমন সকল বিষয়ে যথার্থ জ্ঞান অর্জন করতে পারবে, তেমনি তাদের মন ও মননে অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করা হবে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ক্যাম্পাসে এক আনন্দ র্যালি করে ইতিহাস ও সভ্যতা বিভাগ।
বিডি প্রতিদিন/এমআই