রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে যৌথভাবে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা শার্লিনা হুসাইন-মরগ্যান।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
সভায় আমেরিকান বিশ্ববিদ্যালয় ও উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে রাবির শিক্ষা ও গবেষণা বিষয়ে সহযোগিতার পাশাপাশি ফুলব্রাইট বৃত্তি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলোশিপ অপরচুনিটি বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।
এছাড়া রাবি শিক্ষক ও গবেষকদের সুযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শর্মিলা। এমনকি অচিরেই এ বিশ্ববিদ্যালয়ে একজন আমেরিকান প্রশিক্ষক ১০ মাসব্যাপী ইংরেজি ভাষার প্রশিক্ষণ দিতে আসবেন বলে জানান এই কর্মকর্তা।
সভায় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ ইংরেজি বিভাগের শিক্ষকরাবৃন্দ ও ঢাকাস্থ আমেরিকান সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই