৬ ডিসেম্বর, ২০২২ ১৭:৩৫

শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা রাখতে হবে : বেরোবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, রংপুর

শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা রাখতে হবে : বেরোবি উপাচার্য

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বলেছেন, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়গুলোর পাশাপাশি স্থানীয় যে সকল ইস্যু থাকে সেগুলোকে প্রাধান্য দিয়ে সমন্বয় সাধন প্রয়োজন।

মঙ্গলবার দুপুরে ক্যাফেটেরিয়ায় সেভ ইয়ুথ নেটওয়ার্ক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথভাবে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বৈশ্বিক মহামারি কোভিডের আগে ও পরে মানুষের আচরণগত অনেক পরিবর্তন এসেছে। সকল ধরনের প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে আগামীতে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম, বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম প্রমুখ।

সেমিনারের পর ‘ইয়ুথ ইমপাওয়ারমেন্ট ফর পিস অ্যান্ড রেজিলিয়েন্স বিল্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর