নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ।
বুধবার (৪ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জবি ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এরপর ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করেন।
মিছিল শেষে শান্ত চত্বরের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে সঙ্গে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দুপুর ৩টায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।
সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় জগন্নাথ ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে সবসময় কাজ করব।’
শীতবস্ত্র বিতরণের সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ‘ছাত্রলীগ হচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা ছাত্র সংগঠন। শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে মানবিক ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলার জন্য সর্বদা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        