১৭ জানুয়ারি, ২০২৩ ১৯:৫৬

শাবি শিক্ষক সমিতির নির্বাচন কাল

শাবি প্রতিনিধি

শাবি শিক্ষক সমিতির নির্বাচন কাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার। এবারের নির্বাচনে আওয়ামীপন্থীদের দুই প্যানেল ও বিএনপি-জামায়াতপন্থীদের দুই প্যানেলসহ মোট চারটি প্যানেল থেকে ১১টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার জানান, এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৪২৪ জন শিক্ষক।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আমাদের সব দিক দিয়ে প্রস্তুতি ভালো আছে। আমাদের নিয়ম অনুযায়ী যা করা দরকার, তা করার চেষ্টা করছি। আশা করি সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এবারের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর