শিরোনাম
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
১৯৭১ সালের হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ ঘোষণার দাবি
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর দ্বারা সংঘঠিত হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ ঘোষণার দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। বুধবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানে এ দাবি জানান মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শহিদুল হাসান এবং বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
আলোচকগণ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘঠিত হত্যাকাণ্ড ছিল নির্মম ও ভয়াবহ। এখানে ৩০ লাখ মানুষকে মেরে ফেলা হয়েছে, ৫-৬ লাখ নারীর সম্ভ্রম লুটে নেওয়া হয়েছে, ১ কোটির বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। কাছাকাছি ধরনের ঘটনা বসনিয়া, রুয়ান্ডাতে ঘটছে যেগুলো জাতিসংঘের দ্বারা ‘জেনোসাইড’ এর স্বীকৃতি পেয়েছে। কিন্তু বাংলাদেশে ১৯৭১ সালে সে তুলনায় অনেক বেশি অপরাধ সংঘটিত হলেও তা এখনও সেই স্বীকৃতি পায়নি। তাই বক্তারা, জাতিসংঘের কাছে ‘জেনোসাইড’ স্বীকৃতির দাবি জানান।
স্বীকৃতি আদায়ে আরও বেশি গবেষণা ও লেখালেখির মাধ্যমে সোচ্চার হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’ এবং ‘জনযুদ্ধ৭১’ প্রদর্শন করা হয়। এছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সংগীত পরিবেশন হয়। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
এই বিভাগের আরও খবর